Header Ads Widget

#

গুলশান হোটেল ওয়েস্টিন থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক জ্যাকসনের মরদেহ উদ্ধার


 রাজধানীর গুলশান হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামের একজন মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ আগস্ট) রাতে ঘটনা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান।

ওসি জানান, জ্যাকসন গত ২৭ আগস্ট হোটেলে রুম ভাড়া নেন। দু’দিন ধরে খাবার অর্ডার না করার কারণে হোটেল কর্তৃপক্ষ সন্দেহভাজন হয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও পুলিশকে খবর দেয়। পরে দূতাবাস ও পুলিশি টিম ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ পায়।

প্রাথমিক ধারণা অনুযায়ী তার মৃত্যু স্বাভাবিক। জ্যাকসন ব্যবসায়িক কাজে বাংলাদেশে এসেছিলেন এবং দূতাবাসের লিখিত আবেদন অনুযায়ী মরদেহ নেওয়া হয়েছে।

ট্যাগস

Post a Comment

0 Comments