Header Ads Widget

#

ভোট বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন বিএনপিপন্থি তিন শিক্ষক


 

জাকসু নির্বাচন

ভোট বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন বিএনপিপন্থি তিন শিক্ষক

ভোট বর্জন করে কেন্দ্র ত্যাগ করলেন বিএনপিপন্থি তিন শিক্ষক

আজ বৃহস্পতিবার বিকেল চারটার আগেই তিন শিক্ষক বিভিন্ন কেন্দ্র ত্যাগ করেন। ছবি: সমকাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭:৩৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৮:০৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে কেন্দ্র ত্যাগ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন শিক্ষক। এর আগে একই অভিযোগ তুলে বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। 

আজ বৃহস্পতিবার বিকেল চারটার আগেই তিন শিক্ষক বিভিন্ন কেন্দ্র ত্যাগ করেন। তারা হলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম ও বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা। পরবর্তীতে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন করেন তারা।

এ সময় অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, প্রশাসন শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীন কাজ করছে। নানা অনিয়ম, কারসাজি করছে। এরকম একটা নির্বাচনের দায়ভার আমাদের নেওয়া উচিত না। প্রতিবাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল শিক্ষকরা এই নির্বাচনকে বর্জন করলাম।

Post a Comment

0 Comments